বিএনপির গণতন্ত্র জাতির কাছে হাস্যকর : এলজিআরডি মন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপির গণতন্ত্রের কথা, গোটা দেশের মানুষের কাছে হাস্যকর। বিএনপি আমলে মানুষ নিমর্ম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে।তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। গতকাল শনিবার দুপুরে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নির্বাচনে হেরে বিএনপি আবোল-তাবোল বলছে। গণতন্ত্র নিয়ে তাদের এ বক্তব্য গোটা জাতির বক্তব্য নয়। তিনি বলেন, সময়ের ব্যবধানে আজকে মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশে জাতির জনক হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিলো। আর তা ছিলো বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়া।
এ সময় কুমিল্লার পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারুক উল্লাহ্ কায়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।