বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
একদিকে বার্সেলোনার ব্যর্থতা, অন্যদিকে ধীরে ধীরে ট্র্যাকে ফিরতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এরই ধারাবাহিকতায় বার্সাকে হটিয়ে লা লিগার ২১তম রাউন্ডে এসে শীর্ষে জায়গা করে নিল জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়াল ভায়াদোলিদকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। দলের হয়ে একমাত্র গোলটি করেন নাচো ফের্নান্দেস।
রোববার প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে আধিপত্য বিস্তার করে দাপিয়ে বেড়ায় রিয়াল। যদিও প্রথমার্ধ বেশ কয়েকটি চেষ্টায় গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। আর ৭৮ মিনিটে টনি ক্রুসের পাস থেকে হেডে জয়সূচক গোলটি করেন নাচো।
এ জয়ে বার্সা থেকে তিন পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। ২১ ম্যাচে গ্যালাকটিকোদের পয়েন্ট ৪৬। আর ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সা।