April 27, 2024
জাতীয়

বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায়

দক্ষিণাঞ্চল ডেস্ক
পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় বাবাকে হত্যার ঘটনায় ময়মনসিংহে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব গতকাল বুধবার ১৪ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শরীয়তউল­াহ (৩৮) জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের ইব্রাহিম খলিউল­ার ছেলে। রায় ঘোষণার সময় শরীয়তউল­াহ আদালতে ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান মামলার নথির বরাতে বলেন, শরীয়তউল­াহ তার পছন্দের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। তা করতে দেননি তার বাবা খলিউল­াহ। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৫ সালের ১৩ মার্চ শরীয়তউল­াহ তার বাবা খলিউল­াকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন। স্বজনরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। এ ঘটনায় নিহত খলিলের অপর ছেলে সাদিকুল­াহ গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শরীয়তউল­াহর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আইনজীবী রেজাউল বলেন, শুনানি শেষে আদালত শরীয়তউল­াহকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের এই রায় দেয়। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *