বাগেরহাটে ৫ তলা ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সরকারি মহিলা কলেজের ৫ তলা বিশিষ্ট ১৫২ শয্যার ছাত্রী নিবাসের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এই কাজের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় আট কোটি আটত্রিশ লাখ টাকা ব্যয়ে এই হোস্টেল ভবন নির্মাণ করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস এম রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ওয়ার্ড কাউন্সিলর কাজী তৌহিদুর রহমান জনি, আলহাজ্ব তালুকদার আঃ বাকী, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়