April 25, 2024
আঞ্চলিক

বাগেরহাটে ব্রেন টিউমারে আক্রান্ত আছিবকে বাঁচাতে এগিয়ে আসুন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ব্রেন টিউমারে আক্রান্ত আছিব শিকদারকে (১৬) বাঁচাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের জন্য প্রয়োজন মাত্র দুই লাখ টাকা। কিন্তু সামান্ন দর্জি শ্রমিক পিতা এই টাকার অভাবে তার ছেলের অস্ত্রোপচার করাতে পারছেন না। ফলে আছিব শিকদারের জীবন ক্রমেই সংকাটাপন্ন হচ্ছে। অসুস্থ আছিব শিকদার বাগেরহাট শহরের খারদ্বার মল্লিক বাড়ি মোড় এলাকার নাসিম শিকদারের ছেলে।

ছেলেটির পিতা বাগেরহাট শহরের রিয়াজ উদ্দীন মার্কেটের দর্জি শ্রমিক নাসিম শিকদার জানান, ‘তার একমাত্র শিশু সন্তান আছিব শিকদার বাগেরহাট কলেজিয়েট স্কুলে সপ্তম শ্রেণীতে থাকা অবস্তায় ২০১৫ সালে বিদ্যালয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয় ভাবে চিকিৎসা করিয়ে ব্যর্থ হয়ে ঢাকার একটি চক্ষু হাসপাতালের ডাক্তারদের পরামর্শে তাকে সিটি স্কান করা হয়। এই পরিক্ষার মাধ্যমে জানা যায় আছিব শিকদার ব্রেন টিউমারে আক্রান্ত। পরে চিকিৎসকদের পরামর্শে বিত্তবানদের সহায়তায় ২০১৬ সালে ভারতের ব্যঙ্গালোরের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ্য হতে দুই বছর পর আবারো একটি ছোট অপারেশন করাতে হবে। চিকিৎসকদের দেয়া সেই সময় ইতিমধ্যে চার মাস গত হয়েছে। ফলে তার শারিরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। কিন্তু আর্থিক সংকটের কারনে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। একমাত্র সন্তানকে বাঁচাতে নাসিম শিকদার সমাজের বৃত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে- নাসিম শিকদার, আইএফআইসি ব্যাংক, বাগেরহাট শাখা, সঞ্চয়ী হিসাব নং ৪২১২০৬৩৭৮৮০৩১ অথবা নাসিম শিকদারের বিকাশ নং- ০১৮৩৩৭৭০৫১৮।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *