January 15, 2025
জাতীয়

বাগেরহাটে বাসচাপায় নানি-নাতনি নিহত

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাগেরহাটে বাসচাপায় পথচারী এক নারী ও তার নাতনি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের বাদামতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ডেমা গ্রামের তোফেল উদ্দীনের স্ত্রী মনা বেগম (৪৮) এবং তাদের নাতনি পার্শ্ববর্তী রামপাল উপজেলার গিলাতলা গ্রামের আজম খানের মেয়ে রাণী আক্তার (৭)।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, বিকালে খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস বাদামতলা এলাকায় মনা বেগম ও রাণীকে পিছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি মাহাতাব।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ইমরান মোহম্মদ বলেন, হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *