May 2, 2024
আঞ্চলিক

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাগেরহাটে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন তার ভাই। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, মঙ্গলবার দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত শহীদ শেখ (৩৫) ওই উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ফজলুল শেখের ছেলে। আর আহত হয়েছেন তার ছোট ভাই সাহিদ শেখ (৩২)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, গত রোববার রাতে ক্যারম খেলা নিয়ে ওই গ্রামের শহীদ শেখের সঙ্গে কয়েকজনের বিরোধ বাধে। এর জেরে তারা শহীদের ক্যারম বোর্ড ভেঙে ফেলে। মঙ্গলবার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

প্রতিপক্ষের আঘাতে শহীদ ও তার ভাই সাহিদ গুরুতর আহত হন। তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে আাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *