April 20, 2024
জাতীয়

বাইপাস সার্জারি হবে ৪০-৫০ হাজার টাকায়

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারি বিভাগ উদ্বোধন করা হয়েছে। এখানে ৪০-৫০ হাজার টাকায় বাইপাস সার্জারি করা হবে। গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারি বিভাগের উদ্বোধন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ (নতুন ভবন) এর তৃতীয় তলায় কার্ডিওলজি বিভাগের পশ্চিম পাশে এ বিভাগটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে ডিএমসিতে শুধু কার্ডিয়াক সার্জারিই হবে না, হবে ভাস্কুলার সার্জারিও। এ বিভাগ চালুর মধ্য দিয়ে এখানে হৃদরোগে আক্রান্ত রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাবেন। এখন থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাইপাস সার্জারি করা যাবে, জানিয়ে তিনি বলেন, এই সার্জারিতে ব্যয় হবে ৪০-৫০ হাজার টাকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইভেট হাসপাতালে বাইপাস সার্জারি করতে ৪-৫ লাখ টাকা ব্যয় হয়। বিদেশে আরো বেশি। ঢামেকে এই বিভাগ চালু হওয়ায় এখানে খরচ হবে মাত্র ৪০-৫০ হাজার টাকা। আমরা দরিদ্র মানুষের কথা চিন্তা করেই এ ব্যবস্থা নিয়েছি।

জাহিদ মালেক বলেন, রোগীদের আধুনিক সেবা দেওয়ার প্রায় সব বিভাগই বিদ্যমান এই ঢাকা মেডিক্যালে। তবে কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারির মতো অতি গুরুত্বপূর্ণ বিভাগের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর ব্যবস্থা নেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. খান মোহাম্মদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *