বাংলার সংস্কৃতি বিনষ্টকারী মৌলবাদীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে : মেয়র
খবর বিজ্ঞপ্তি
বাংলার সংস্কৃতি বিনষ্টকারী মৌলবাদীদের যেখানে পাওয়া যাবে সেখানেই আঘাত হানতে হবে। ওদের কোন ক্ষমা নেই। মঙ্গলবার বেলা ১১টায় পিকচার প্যালেস মোড়ে যুব মহিলা লীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, মৌলবাদিরা ’৫২-তে বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে ষড়যন্ত্র করেছিলো। বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছিলো। আজও তারা বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। পাকিস্তানের দালাল খুনীচক্র এক হয়ে এই ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে প্রতিহত করতে হবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আ’লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, নগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ।
নগর যুব মহিলা লীগ নেত্রী এ্যাড. নাছরিন নাহার পেস্তার সভাপতিত্বে এবং নগর যুব মহিলা লীগ নেত্রী আইরিন রায়হান চৌধুরীর পরিচালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব মহিলা লীগ নেত্রী এ্যাড. সেলিনা আক্তার পিয়া, যুবলীগ নেত্রী রোজি ইসলাম নদী, জেসমিন সুলতানা, নুরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, সাবিহা ইসলাম আঙ্গুরী, নাসরিন ইসলাম তন্দ্রা, রিমা।
এসময় উপস্থিত ছিলেন চিশতি মোস্তারী রিমা, লুৎফুল হক পিয়া, চিশতি মোস্তারী বানু, মুক্তি হক, আসমা পারভিন, কোহিনুর বেগম, রেহানা চৌধুরী, নাসরিন ইরানী, খাদিজা খাতুন, ফিরোজা বেগম, শিউলি আক্তার, লুৎফুন নাহার লিলি, মাহবুবা আক্তার শিউলি, নাজনিন চৌধুরী বিউটি, ফিরোজা বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ