বাংলামোটরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর বাংলামোটর এলাকায় একটি চার তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত অপারেটর লিমা আক্তার জানান, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে চারতলা ওই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।