April 28, 2024
খেলাধুলা

বাংলাদেশে খেলতে আসছেন না মেসিরা

প্যারাগুয়ে ফুটবল দল তাদের টুইটারে জানিয়ে দিয়েছিল, আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় খেলবে। পরে আর্জেন্টিনার গণমাধ্যমগুলোও এমণ খবর ছাপায়। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের আসছে ফুটবল সূচিতে ঢাকাকে রাখেনি। এমনকি প্যারাগুয়ের বিপক্ষেও তারা ম্যাচ খেলবে না।

চলতি বছরের নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা। যথাক্রমে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচগুলো খেলবে। ব্রাজিলের সঙ্গে আগেই খেলার সূচি থাকলেও, নতুন সূচিতে তারা প্যারাগুয়ের বদলে উরুগুয়েকে নিয়েছে।

১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরে ১৯ নভেম্বর ইসরাইলের তেলআবিব উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। আগের সূচিতে আর্জেন্টিনার ঢাকায় খেলার কথা ছিল ১৮ নভেম্বর।

এর আগে ২০১১ সালে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *