December 26, 2024
খেলাধুলা

বাংলাদেশের সবুজ জার্সিতে আরেক দফা বদল

 

 

 

 

ক্রীড়া ডেস্ক

আবার পরিবর্তন এসেছে বাংলাদেশের বিশ্বকাপের সবুজ জার্সিতে। হাতায় এবার নেই লাল রঙ। বুকে লাল শেড রেখে চূড়ান্ত হয়েছে মাশরাফি বিন মুর্তজাদের সবুজ জার্সির নকশা।

গত সোমবার বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটোসেশন দিয়ে সবুজ জার্সি উন্মোচন করে বিসিবি। সেই জার্সিতে লালের কোনো ছোঁয়া না থাকায় অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রবল সমালোচনার মুখে পড়ে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

পরদিন ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, আইসিসির কাছে সবুজ জার্সিতে পরিবর্তন আনার অনুমতি নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া জার্সির একটি ছবিও দেখান বোর্ড প্রধান। সেখানে দুই হাতায় ছিল লাল রঙ। বুকে ছিল লাল রঙের একটি শেড, সেখানে সাদা রঙে লেখা ছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবুজ রঙের জার্সির যে ছবি বিসিবি পাঠায় তার সঙ্গে নাজমুলের দেখানো ছবির মিল নেই। নতুন সবুজ জার্সিতে হাতা পুরোটাই সবুজ।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস  জানান, হাতায় স্পন্সরের লোগোর রঙ লাল বলে হাতা সবুজ রাখা হয়েছে। স্পন্সরের লোগো থাকবে হাতায়। এবারের স্পন্সরের লোগোর রঙ লাল। হাতায় লাল রঙ থাকলে স্পন্সরের লোগো দৃশ্যমান হবে না। তাই হাতায় লাল রঙ নেই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের জার্সি দুটো- সবুজ ও লাল রঙের। লাল জার্সির হাতায় আছে সবুজ স্ট্রাইপ। তাই এখন দুই জার্সির নকশায় আর সামঞ্জস্য রইল না।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *