বন্ধন সমাজকল্যান সংস্থার বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি :
দুঃস্থ, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী রোজাদার পরিবারের জন্য “বাড়ি বাড়ি ইফতার সামগ্রী” পৌছে দিচ্ছে নড়াইল সদরের শেখহাটি বাজারের স্বেচ্ছসেবী সংগঠন “বন্ধন সমাজকল্যাণ সংস্থা”। আজ বৃহস্পতিবার নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের শেখহাটি, তপনভাগ, মহিশখোলা, শেখপাড়া, ডহরশেখহাটি ও আফরা গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রামে বন্ধন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ রায়হান উদ্দীনের নেতৃত্বে দুই শতাধিক দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয় রাগবী টিমের ক্যাপ্টেন নাদিম মাহমুদ, গিয়াস উদ্দিন , প্রসেনজিৎ দাশ, ইকতার উদ্দিন, কামরুল, সহেল, শান্ত, রাজু, জুয়েল, শিমুল, আজিজুর প্রমূখ
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রায়হান বলেন. প্রতিবারের ন্যায় এলাকার কিছু বড়ভাইদের সহযোগিতায় গ্রামে যাদের বাজার থেকে ইফতারি কিনে খাওয়ার সামর্থ নেই তাদের আমরা বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌছে দিচ্ছি, আমাদের এই সহযোগিতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ্।