বন্দুকযুদ্ধের মধ্যে পদ্মায় ডুবে মাদকের আসামির মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহীতে বন্দুকযুদ্ধের সময় ‘পালাতে গিয়ে’ পদ্মায় ডুবে এক মাদকের আসামির মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, সোমবার রাত ৩টার দিকে পদ্মানদীর ৫ নম্বর আই বাঁধ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত মো. আমিনের (৩৫) বাড়ি নগরীর উপকণ্ঠ হাড়পুর এলাকায়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য। ওসি বলেন, পুলিশের একটি দল রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে নদীর কিনারায় আমিনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, আমিনের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে গোলাগুলির সময় পালাতে গিয়ে পদ্মার ডুবে তার মৃত্যু হয়েছে। এ অভিযানে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে মনসুর আলী জানান। ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধারের খবর দিয়েছেন তিনি।