বটিয়াঘাটায় ১২০টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ, আমীরপূর, খারাবাদ, বালিয়াডাঙ্গা, মুহাম্মদনগর, সুরখালীসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ১২০টি ঈদগাহে ঈদের নামাজ আদায় করে ধর্মপ্রান মুসল্লিগণ। এ উপজেলায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ও খারাবাদ ঈদগাহ ময়দানে। এ সময় ধর্মপ্রান মুসল্লিগণ বিশ্ব শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া ও মুনাজাত করেন।