April 25, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেঁতুলতলা এলাকার আলম হাওলাদার। লিখিত বক্তব্যে বলেন, তেঁতুলতলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী দাঙ্গাবাজ, ভূমিদস্যু বহু অপকর্মের হোতা, খুন ধর্ষন সহ একাধিক মামলার আসামী সৈয়দ আলী, আফজাল শেখ ওরফে থান্ডা, আজিজুর শেখ ও লিটন এর অত্যাচার থেকে রক্ষা পেতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

সৈয়দ আলী ও তার সহযোগীদের অত্যাচারে বহু নিরিহ সাধারন মানুষের কর্ষ্টাজিত সম্পদ ফেলে রেখে প্রানের ভয়ে এলাকা ছাড়া হয়েছে। এলাকার অনেক লোক জায়গা জমি, বাড়িঘর থেকে উচ্ছেদ করে বে-আইনী ভাবে তা দখল করে নিয়েছে। পরের জমিজমা দখল করা তাদের নেশা ও পেশা হয়ে দাড়িয়েছে। এই নিয়ে তাদের বিরুদ্ধে আদালতে দেঃ ১২০ ও ১৭৯ নং মামলা চলমান। আমি আমার খরিদা সম্পত্তি ও পৈত্রিক সম্পত্তির উপর বাড়ী ঘর তৈরি করিয়া বৃক্ষ রোপন ও পুকুর কাটিয়া মৎস্য চাষ করিয়া শান্তিপূর্ন ভাবে আনুমানিক ৫০ বছর যাবৎ সরকারী কর খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছি। এছাড়া উক্ত বাহিনী এলাকার ৮০% হিন্দু, মুসলমান ও মাছ ধরা জেলে সহ এলাকার বহু লোকের উপর জুলুম অব্যহত রেখেছে। অথচ সৈয়দ বাহিনী আমার বিরুদ্ধে চ্যানেল-২৪ টেলিভিশনে মিথ্যা, ভুয়া, তঞ্চকি সংবাদ পরিবেশন  করেছে। আমি কারো জমিজমা দখল করি নাই এবং রকিবুল ও রায়হান নামের কাউকে চিনি না। আমি সৈয়দ বাহিনীর হাত থেকে রেহাই পেতে বটিয়াঘাটা থানায় একাধিক ডায়েরী করেছি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *