বটিয়াঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা সুশীলন এর সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কর, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জিয়াউল জসীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, হোগলবুনিয়া হাটবাটী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অন্যদা শংকর রায়, বটিয়াঘাটা হেড কোঃ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, সাংবাদিক মোঃ আহসান কবির, সুশীলনের সুদিন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন, উপজেলা পুষ্টি সমন্বয়করী নাহিদ সুলতানা প্রমূখ। উপজেলা পুষ্টি কমিটির কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও কমিটির কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।