April 25, 2024
জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২০

 ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। এতে কয়েক ঘণ্টা পর এক জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরার ট্রলার ওই জেলেকে উদ্ধার করে।

এর আগে, রোববার (৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকায় ট্রলারটি ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার ও মালিকের নাম জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রোববার ভোররাতে আমিনাবাদ এলাকায় ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। একদিন পর সোমবার রাত ১১ টার দিকে এক জেলে উদ্ধার হলেও বাকি ২০ জেলেসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, ট্রলারটি উল্টো হয়ে তলিয়ে গেছে। তাই বাকি ২০ জন জেলের জীবন নিয়ে শঙ্কিত সবাই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *