বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯তম জন্মদিন আজ
দ: প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯ তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৭ আগষ্ট তিনি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের তিনিও নিহত হন।
বাঙালীর সকল লড়াই সংগ্রাম আন্দলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আজ মাগরিব বাদ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন ও খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।