May 7, 2024
আঞ্চলিক

নগরীতে প্রাত:ভ্রমণকারী ‘বন্ধুমহলের’ বৃক্ষরোপণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রাত: ভ্রমণকারী কিছু ব্যক্তি ও সংগঠনের একটি ব্যতিক্রমি উদ্যোগ। রাইজিং সান ক্লাব, গুড মর্নিং ক্লাব, গ্রীণ লাইফ ক্লাবসহ কয়েকটি ক্লাবের ’বন্ধুমহলের’ আন্তরিক উদ্যোগে নগরীর জিলা স্কুলের পিছনে লোয়ার-যশোর রোডেবুধবার সকালে বিভিন্ন ফুল গাছের চারা রোপন করা হয়।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পঙ্কজ কুমার মজুমদার-এর নেতৃত্বে সড়কের দুই পাশে এ চারাগুলো রোপণ করা হয়। এসব ফুলের চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির, টগর, শিউলী, কাঠ মল্লিকা, জবা ও চেরী।
কৃষি কর্মকর্তা পঙ্কজ কুমার মজুমদার জানান, বর্ষা মৌসুমে রাস্তার পাশে চারা রোপণ অব্যাহত থাকবে। প্রাত: ভ্রমণকারী নগরবাসী ও স্কুলের ছাত্ররা সুন্দর পরিবেশে যাতে হাঁটতে পারে সেজন্যই এ উদ্যোগ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম জাহিদ হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবী মো: মফিদুল ইসলাম টুটুল, মো: অনিসুজ্জামান, ইয়াকুব আলী খান পলাশ, স্বপন কুমার দাস, মো: হাফিজুর রহমান, বিবেক ঘোষ, প্রবীর ব্যনার্জী, ফটো সাংবাদিক দেবব্রত রায়, দীনবন্ধু, তাপস চন্দ্র দাস, হুমায়ূন মোল্লা, নাছির আকন, নয়ন কুমার দাস ও নিরঞ্জন শীল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *