বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের বিশেষ কর্মী সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার বটিয়াঘাটা উপজেলা শাখার এক বিশেষ কর্মী সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় দাউনিয়াফাঁদ গুপ্তমারী এলাকায় নিজস্ব কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা রথিন রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়।
বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, বীর মুক্তিযোদ্ধ কার্ত্তিক বিশ^াস, ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, আ’লীগ নেতা নিত্য লাল বৈরাগী, বীর মুক্তিযোদ্ধ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রাণকৃষ্ণ বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা জগদ্বীশ মল্লিক, অবঃ প্রধান শিক্ষক দীপাল মল্লিক, জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানা, আ’লীগ নেতা সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, রঞ্জন রায়, ইকরাম শেখ, নীলা মিস্ত্রী, রিপন রায়, পরাগ রায়, সঞ্জিত মন্ডল, সুকন্ঠ মন্ডল, ধ্রæব বৈরাগী, হরিচাঁদ মহালদার, বিজয় টিকাদার প্রমুখ।