বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে খুমেক ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মেডিকেল কলেজ শাখা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় খুমেক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে খুমেকের বঙ্গবন্ধু ম্যুরাল ‘চিরঞ্জীব মুজিব’ এর পাদদেশে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সঞ্চালনা করেন খুমেক শাখা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান কামরুল। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আকাশ সিদ্দিকী, আকিব নিশতাক অর্ক, তানভীর শুভ, পারভেজ ফারুক, সাইফুল ইসলাম অন্তর, শামসুজ্জোহা সজীবসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী এ ঘটনার জন্য দায়ী। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে খুমেক ছাত্রলীগের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ