বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনায় র্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত
দ. প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারী ২০২১ থেকে র্যাব সেবা সপ্তাহ শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সেবা সপ্তাহের কার্যক্রম ১১ জানুয়ারী ২০২১ পর্যন্ত চলবে।
কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১১টায় র্যাব-৬, খুলনার ব্যাটালিয়ন সদর দপ্তরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অধিনায়ক লে: কর্নেল রওশনুল ফিরোজ এর সার্বিক উপস্থিতিতে ও সরাসরি তত্ত্বাবধানে সূচনা করা হয়। অনুষ্ঠানের সূচনালগ্নে অধিনায়ক রক্তদাতা র্যাব সদস্যদের প্রতি শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
র্যাব-৬ সদস্যদের রক্তদান নিরাপদ ভাবে সম্পন্ন করতে খুলনা মেডিক্যাল কলেজ এর ‘সন্ধানী’ এবং ‘রক্ত পরিসঞ্চালন বিভাগের’ দক্ষ টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মনে উক্ত রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। র্যাবের উর্ধ্বতন কর্মকর্তা এবং নারী সদস্যসহ অন্যান্য সকল পদবীদের স্বতর্স্ফূত রক্তদানের মাধ্যমে প্রায় র্অধশতাধিক র্যাব সদস্যের রক্ত সংগ্রহ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ