বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আদর্শিক কর্মী ছাড়া কোন অবস্থাতেই সংগঠন শক্তিশালী হতে পারে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বলে আজ অনেকে দলে অনুপ্রবেশ করছে। তারা তাদের ব্যবসা বা চাকরি রক্ষার্থে আওয়ামী লীগে অনুপ্রবেশ করছে। ওরা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে দলে অনুপ্রবেশ করবে। সুতরাং ওদেরকে চিহ্নিত করে দল গুছিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় ৭ ও ৮নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়ে বক্তব্য রাখেন মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আ’লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।
এ সময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম আহমেদ, আব্দুস সাত্তার লিটন, জিয়াউর রহমান জিয়া, এ এস এম কামরুজ্জামান বাবলু। সভায় ৭ ও ৮ নং ওয়ার্ড কমিটি যাচাই বাছাই করে ওয়ার্কিং কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়