December 22, 2024
জাতীয়

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

দক্ষিণাঞ্চল ডেস্ক

বগুড়ার ধুনট উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে এ ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান। এ বিস্ফোরণের আগুনে ওই বাড়ির সাতটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।

আহতরা হলেন- ঝিনাই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী ছানোয়ারা খাতুন (৫০), ছেলে আশাদুল ইসলাম (৩০), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২), আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০) ও ফরিদ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২২)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি ইসমাইল জানান।

ঝিনাই গ্রামের শহিদুল ইসলাম জানান, বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে শিশুদের খেলনা বেলুন বিক্রির জন্য ঝিনাই গ্রামের আব্দুল্লাহর ছেলে আশাদুল ইসলাম তার বাড়িতে সিলিন্ডারে বিভিন্ন পদার্থ দিয়ে গ্যাস তৈরি করছিলেন।

এ সময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ওই বাড়িতে পাঁচজন আহত হন। এ সময় তাদের সাতটি ছাগল মারা যায়। তিনটি টিনের ঘর লÐভÐ হয়ে যায়। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, দগ্ধ পাঁচজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, দূর থেকে বিকট শব্দ শুনতে পাই এবং ছাইয়ের মত ধোঁয়া উড়তে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখি বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত হয়ে মাটিতে পড়ে আছে। বাড়ি-ঘর সব লÐভÐ। এছাড়া বিস্ফোরণে সাতটি ছাগলও মরে গেছে। তবে এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *