April 26, 2024
আন্তর্জাতিক

ফ্রান্সের প্যারিসে ২০১৫ সালের হামলা মামলার বিচার আরম্ভ

২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হওয়ার মামলার বিচার কাজ শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এটিই বড় বোমা বিস্ফোরণের ঘটনা বলে মনে করা হয়। খবর বিবিসির।

ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ২০ জনের মধ্যে একমাত্র জীবিত সন্দেহভাজন হামলাকারী সালাহ আব্দেসালামসহ ১৩ জনকে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হয়

আদালতে বিচার কাজ শুরুর আগে এটিকে আধুনিক ফ্রান্সের সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করা হয়।

আগামী নয় মাসের ১৪০ দিন ধরে মামলার শুনানি চলবে। এই মামলায় ৩৩০ জন আইনজীবী, ১৮০০ জন ভুক্তভোগী ও নিহতদের আত্মীয়-স্বজন, ৩০০ সাক্ষী তাদের বক্তব্য পেশ করবেন। এদের মধ্যে রয়েছেন তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।

বিচারকার্য শুরুর আগে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেন, হামলায় যারা ভুক্তভোগী তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, যে হামলাকে তিনি “যুদ্ধের কাজ” বলে অভিহিত করেছিলেন তখন।

ইসলামিক স্টেট (আইএস) সেসময় এ হামলা দায় স্বীকার করেছিল। ২০১৫ সালের ১৩ নভেম্বর এ হামলায় টার্গেট করা হয় কনসার্ট হল, বড় স্টেডিয়াম, রেস্টুরেন্ট ও বার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *