January 20, 2025
জাতীয়

ফের বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমতির মধ্যে হঠাৎ বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত সংখ্যাটি ছিল ৬৩৪।

অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ শাখা আগেই এমন আবাস দিয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল, সেপ্টেম্বরে বৃষ্টিপাতের কারণে মশার উপদ্রব বাড়তে পারে। ফলে এ মাসে ওঠানামা করবে ডেঙ্গু রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন ডেঙ্গু রোগী। আর এ সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩। অধিদপ্তর বলছে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০০-এর নিচে নামলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে।

হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এ বছর সারা দেশে ৭৯ হাজার ৩৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন সারা দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিন হাজার ২৯ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৩৫৫ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক হাজার ৬৭৪ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত ৭৬ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন। শতকরা হিসেবে ৯৬ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *