December 22, 2024
জাতীয়

ফেনীতে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

দক্ষিণাঞ্চল ডেস্ক

ফেনী শহরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে ভাংচুর হয়েছে। শহরের বিরিঞ্চি এলাকার আবদুস সাত্তারের ছেলে আবু তালেব এই অভিযোগ করেন। তিনি বলেন, জরায়ুর টিউমার অপসারণের জন্য তার মা লতিফা বেগমকে (৫৮) রোববার ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের ৬০ হাজার টাকায় চুক্তি হয়। পরে ভুল চিকিৎসায় মায়ের মৃত্য হয়েছে। এ ঘটনায় রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। তবে হাসপাতালের চিকিৎসক আজিজ উল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, অপারেশনের পর সোমবার দুপুরে রোগীর জ্ঞান ফেরার পর চিকিৎসকের সঙ্গে তার কথা হয়। ধারণা করা হচ্ছে, রোগীর কার্ডিয়াক সমস্যা হয়েছে। তাই আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পরামর্শ দিই। কিন্তু রোগীর স্বজনরা তাকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করায়। মৃত্যু পেছনে আমাদের কোনো অবহেলা নেই। কার্ডিয়াক সমস্যার কারণে মৃত্যু হতে পারে। এ বিষয়ে এখনও রোগীর স্বজনরা থানায় অভিযোগ দেয়নি।

ফেনী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, হাসপাতাল ভাংচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *