ফুলেল শুভেচ্ছায় সিক্ত খুবি’র নবনিযুক্ত প্রো-ভিসি
খুবি প্রতিনিধি
একের পর এক ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বুধবারও কেসিসি উইমেন্স কলেজের শিক্ষকবৃন্দ ও খুবি কর্মকর্তাদের সংগঠন ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ এর সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা নবনিযুক্ত উপ-উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বুধবার বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা’র সাথে কেসিসি উইমেন্স কলেজের শিক্ষকবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ নব-নিযুক্ত উপ-উপচার্যের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁর কর্মকালের সাফল্য কামনা করেন এবং কলেজের শিক্ষা বিকাশে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। নব-নিযুক্ত উপ-উপাচার্য কেসিসি উইমেন্স কলেজের শিক্ষাকার্যক্রমের খোঁজ-খবর নেন এবং তাঁর পক্ষ থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে নব নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খুবি কর্মকর্তাদের সংগঠন ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ এর সদস্যবৃন্দ। এসময় সংগঠনের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের পক্ষ থেকে উপ-উপাচার্যের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ