December 23, 2024
আঞ্চলিক

ফুলবাড়ীগেট থেকে মহিলার ৫ লক্ষ টাকা ছিনতাই

ফুলবাড়িগেট প্রতিনিধি

ফুলবাড়ীগেট কস্তুরী হোটেলের সামনে ইজিবাইক থাকা লাকী (৩০) নামের এক মহিলার নিকট থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই। গতকাল সন্ধা পৌনে ৭টায় লাকী এবং তার পিতা নওশের শেখ (৬৫) সোনাডাঙ্গার বাসা থেকে মীরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকায় এডিশনাল এসপি মোঃ আনিসুর রহমানের বাসায় ইজিবাইকে আসার পথে ফুলবাড়ীগেট কস্তুরী হোটেলের সামনে এসে ইজিবাইকটি দাড়ালেই লাকীর কাছে ব্যাগে থাকা ৫ লক্ষ টাকা মটরসাইকেল ২ জন আরোহী তার টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে খুলনার দিকে দ্রæত পালিয়ে যায়। এসময় লাকী এবং তার পিতা  মটরসাইকেলের পিছনে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে আসলে লাকী অসুস্থ হয়ে পড়ে। এসময় তার পিতা ও আশপাশের লোকজন তাকে নিয়ে প্যাসেন্ট ক্লিনিকে ভর্তি করে, বর্তমানে লাকী ক্লিনিকে অচেতন অবস্থায় রয়েছে।

লাকীর পিতা নওশের শেখ জানান, এডিশনাল এসপি মোঃ আনিসুর রহমান তার প্রবাসী জামাই ফারুক চৌধুরীর (লাকীর স্বামী) নিকট পাওনা ৫ লক্ষ টাকা দেয়ার জন্য খুলনা সোনাডাঙ্গা থেকে ইজিবাইকে করে ফুলবাড়ীগেটে আসতেই ছিনতাইকারীর কবলে পড়ে। ঘটনা সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান ছিনতাইকারীদের আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার অভিযানে টিম কাজ করছে এবং ঘটনার পর পরই খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন ও সেকেন্ড অফিসার এসআই মোঃ সওকাত হোসেন ফুলবাড়ীগেটস্থ ঘটনা স্থলের প্রতক্ষ্যদর্শীদের ও ক্লিনিকে ভর্তি থাকা লাকী ও পিতা নওশেরের জবানবন্দি নিয়ে মূল রহস্যের চেষ্টা করছে। নওশেরের গ্রামের বাড়ী নড়াইলের নাড়াগাতী এলাকার জয়নগরে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *