April 28, 2024
আঞ্চলিক

কলারোয়ায় গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

চাউল, পেঁয়াজ ও লবণের মূল্য বৃদ্ধির গুজব সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল বুধবার সকালে কলারোয়া উপজেলা প্রশাসনের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি আকতার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ  শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মহাসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আকতার, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুজ্জামানসহ উপজেলার সকল অফিসার ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

কলারোয়া বাজারে কোন ব্যবসায়ী চাউল, পেঁয়াজ ও লবণের মূল্য বৃদ্ধির গুজব যে কোনোভাবে ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সভায় জানানো হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *