January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

ফুলতলায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দ. প্রতিবেদক
খুলনার ফুলতলা উপজেলা থেকে ৯৬ বোতল ফেন্সিডিল তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে ফুলতলা থানাধীন ডাউকোনা গ্রামস্থ্য জনৈক মতিয়ার সরদার এর বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া বাজারের মোঃ শাহজাহান সরদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২১), ফুলতলা থানাধীন ছাতিয়ানি পূর্বপাড়া এলাকার শহিদুল্লাহ সরদারের ছেলে মোঃ তানভীর জাহিন (২০) ও নগরীর হরিণটানা থানাধীন রায়েরহল এলাকার শেখ জাফিরুল ইসলামের ছেলে শেখ হাসিবুল ইসলাম ফারদিন (১৯)।
র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। অতঃপর তল্লাশির মাধ্যমে তাদের দখল হতে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *