November 22, 2024
আঞ্চলিক

ফুলতলায় সরকারি খাদ্য গুদামের চাল চুরির ঘটনায় দুইজনের স্বীকারোক্তি

 

তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

 

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা সরকারি খাদ্য গুদাম থেকে চুরি করে চাল বিক্রির ঘটনায় থানায় মামলা হলে আটক দুই ব্যক্তি গতকাল বুধবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

থানার এসআই জাকির শিকদার কর্তৃক দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে নসিমনযোগে ফুলতলা সরকারি খাদ্য গুদাম থেকে ২ হাজার কেজি চাল চুরি করে অভয়নগরের পায়রা গ্রামের জনৈক আল আমিনের কাছে বিক্রির জন্য প্রেরণকালে যুগ্নিপাশা এলাকায় এলাকাবাসি আটক করে।

এ ব্যপারে নসিমন চালক মোঃ শহিদুল জমাদ্দার (৩৫), খাদ্য গুদামের শ্রমিক আইয়ুব আলী (৪০) ও ক্রেতা মোঃ আল আমিনসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এদিকে পুলিশ আটককৃত নসিমন চালক শহিদুল জমাদ্দার খাদ্য ও গুদামের শ্রমিক আইয়ুব আলীকে আটক করে জবানবন্দির জন্য গতকাল বুধবার খুলনার বিজ্ঞ সিনিয়র যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান এর খাস কামরায় হাজির করা হয়। এ সময় আসামীদ্বয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিতাভ সন্যাসী বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনায় জড়িতদের নাম প্রকাশ পেয়েছে। দ্রæত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিনকে আহŸায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মিজানুর রহমান এবং প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *