ফুলতলায় র্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩
দ. প্রতিবেদক
খুলনার ফুলতলায় অস্ত্র ও গোলাবারুদসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) সদস্যরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দামোদর গ্রামস্থ এ্যাডভোকেট ফিরোজ কবির এর বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মোঃ হান্নান শেখের ছেলে মোঃ সুমন @ শুক্কুর (১৯), একই এলাকার মোঃ শামীম মোল্লার ছেলে মোঃ আলামিন মোল্লা (২০) ও একই উপজেলার গোয়াখোলা গ্রামের মোঃ আইয়ুব বিশ্বাসের ছেলে মোঃ আশরাফুল ইসলাম শান্ত (২৩)।
র্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে র্যাব-৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ এ্যাডভোকেট ফিরোজ কবির এর বাড়ির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এসময় আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করে। অতঃপর তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড পাইপগানের তাজা কার্তুজ ও ২৫০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে গোপনে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিজ দখলে রেখে বিভিন্ন অবৈধ কাজ করে আসছে। পরবর্তীতে আসামীদেরকে অবৈধ অস্ত্র গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় খুলনা জেলার ফুলতলা থানায় পৃথক মামলা রূজু প্রক্রিয়াধীন রয়েছে।