ফুলতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ
ধর্ষক পোল্ট্রি সোহেল আটক
দ: প্রতিবেদক
বিয়ের প্রলোভন দেখিয়ে গভীর রাতে স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষণ করে তাড়িয়ে দিয়েছে সোহেল বিশ্বাস (২৬) নামে ধর্ষক। এ ঘটনা ঘটেছে, মঙ্গলবার দিবাগত রাত ১১টায় খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ ধর্ষক হোসেলকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে বুধবার রাতে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, দক্ষিণডিহি গ্রামের হাফিজুর রহমানের কন্যা ও ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী’র সাথে পার্শ্ববর্তী মজিদ বিশ্বাসের পুত্র পোল্ট্রি খামারী সোহেল বিশ্বাস এর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। সে সূত্র ধরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ কিশোরীকে পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে সোহেল পালিয়ে যায়। পরে ঐ কিশোরী সোহেলের বাড়িতে উঠলে পরিবারের পক্ষ থেকে তাকে তাড়িয়ে দেয়। পরে কিশোরী পরিবার বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে গতকাল ফুলতলায় থানায় এসে মামলা করে।
গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ ধর্ষক সোহেলকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুলনার হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল।