ফুলতলায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত
দ. প্রতিবেদক
খুলনায় বাস ও ট্রাকের সংঘর্ষে আবু সালেহ হোসেন (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সালেহ যশোরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) ও যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আবু সালেহ গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন চৌধুরি বলেন, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় বাসচালক পালিয়েছেন। তবে, বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। মৃত ট্রাকচালকের মরদেহ হাসপাতালে আছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ