ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় পাইপগান উদ্ধার
দ. প্রতিবেদক
ফুলতলা থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একনালা পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলতলা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলতলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেটের দক্ষিণ পার্শ্বে (যশোর টু খুলনা মহাসড়কের) স্কুলের প্রাচীরের পাশ থেকে একনালা পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জব্দতালিকায় স্বাক্ষর নিয়ে জব্দকৃত অস্ত্রটি হেফাজতে গ্রহণ করে অস্ত্রের মালিকের সন্ধান করেন। অস্ত্রের প্রকৃত মালিক না পাওয়ায় জব্দতালিকা ও উদ্ধারকৃত অস্ত্র ডিবি অফিসে আনা হয়। এ বিষয়ে অস্ত্রের মালিকের সন্ধান ও বৈধ কাগজপত্র না পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ