January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

ফুলতলায় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ফেলে প্রেমিকের পলায়ন, মামলা

ফুলতলা প্রতিনিধি
মোবাইলে যোগাযোগ, প্রেমজ ও দৈহিক সম্পর্ক অতঃপর প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি বুঝতে পেরে লম্পট প্রেমিক শরিফুল ইসলাম (৩৪) কৌশলে পালিয়ে গেলে প্রেমিকা (২৬) বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং ১৪) করেন। এ ঘটনা ঘটে পয়গ্রামের নিকারী পাড়ায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঐ যুবতীর সাথে মোবাইলে যোগাযোগ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের ওমর আলীর পুত্র শরিফুল ইসলামের সাথে। চলতে থাকে অবুঝ প্রেম। তাদের বিয়ে হবে এমন প্রতিশ্রুতিতে পরিবারের সম্মতিতে নিকারীর পাড়ার ঐ যুবতীর বাড়িতে শরিফুলের যাতায়াত। প্রেমজ সম্পর্ক গিয়ে গড়ায় দৈহিক সম্পর্কে। গত শনিবার যুবতী স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে টেষ্ট করিয়ে জানতে পারেন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। এদিনেই প্রেমিক শরিফুল যুবতীর বাড়িতে আসলে বিষয়টি জানিয়ে বিয়ের জন্য চাপ দেয়। এদিকে সুচতুর লম্পট প্রেমিক শরিফুল সকলকে বুঝিয়ে কৌশলে সটকে পড়ে। অপরদিকে উপায়ন্ত না পেয়ে হতভাগা প্রেমিকা থানায় গিয়ে মামলা করে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *