April 24, 2024
জাতীয়

ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ফরিদপুরে সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলায় চার পুলিশসহ দশ জন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার সময় উপজেলা সদরের আওয়ামী লীগের অফিসে সামনে ছাত্রলীগের মিছিলের উপর এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

হামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন এসআই ফরাদ, এসআই কামরুজ্জামান, এএসআই রবিউল ইসলাম, কনেস্টবল জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির, যুবলীগ নেতা ফরাদ হোসেন, বাপ্পি, জুয়েল হাওলাদার, শাওন আহমেদ আহত হয়েছেন বলে তিনি খবর পেয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীমের দাবি ফরিদপুর-৪ আসনে (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ৬/৭ জন আহত হয়।

হামলার কথা অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, দীর্ঘদিন এ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কীভাবে আমি ছাত্রলীগের মিছিলে হামলা করতে পারি? হামলার খবর পেয়ে আমি সেখানে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করিছি মাত্র বলে যোগ করেন তিনি।

তিন দিন আগে সদরপুরে জনসভার আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর ‘উস্কানিমূলক বক্তব্য’ এ সংঘর্ষের কারণ বলে দাবি করেন তিনি। ফরিদপুরের সদরপুরে কাজী জাফর উল্যার শক্ত প্রতিদ্ব›দ্বী বঙ্গবন্ধু বোনের ছেলে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। নৌকার প্রার্থী হয়েও জাফরউল্যাহকে ভোটে হারতে হয় স্বতন্ত্র প্রার্থী নিক্সনের কাছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির জাফরউল্যাহর সমর্থক। অন্যদিকে সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর সমর্থক।

ছাত্রস্বার্থ ও দেশের অনেক সঙ্কটকালে বেশিরভাগ আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রলীগ সা¤প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য লড়ছে সংগঠনটি। সে সময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটল। এদিকে, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *