April 20, 2024
আঞ্চলিক

ফকিরহাট ১৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে খরিপ-১/২০১৮-২০১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১টায় কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষন অফিসার দিপক কুমার রায় ও অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, উপ-সহকারি কৃষি অফিসার বিপুল পাল প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, এ্যাডঃ হিটলার গোলদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ নাজিম আহম্মদ, শেখ বেল্লাল হোসেন, নীল রতন রায়, বিপ্লব দাশ, প্রদীপ মন্ডল, বিপুল মজুমদার, সুমন বাগচী, অভিজিৎ গাইন, দেবদাশ বালা, শাহানারা মোস্তারী, আফরোজা মুমুসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এদিন মোট ১৩০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *