ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে মতবিনিময়
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য স্বপন দাশের সাথে শ্রেনীকক্ষ কার্যকর করার উপায় বিষয়ে ছাত্রী ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ও বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। প্রভাষক কামরুন্নাহার শিউলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক ও ছাত্রী বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বৈদ্যনাথ হালদার, সহকারি অধ্যাপক চম্পক কুমার বসু, মাসুদ হোসেন মুক্ত, তাপস কুমার বিশ্বাস, প্রভাষক মোঃ হায়দার আলী, পার্থদেব সাহা, শ্যামল বিশ্বাস, সুকুমার বাগচী সহ বিভিন্ন শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।