January 10, 2025
আঞ্চলিক

ফকিরহাটে শিশুর মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময়

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে শিশুর মান উন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ আবুল কাশেম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মন্ডল, খুলনা স্থানীয় সরকারের পরিচালক হোসেন আলী খন্দকার, খুলনা স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত জাহান, ইউনিসেফ এর খুলনা বিভাগীয় প্রধান মোঃ কফিল উদ্দিন, ইউনিসেফ এর খুলনা বিভাগীয় প্রধান মোঃ কফিল উদ্দিন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, কচুয়া উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহী আলম বাচ্চু, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিলুর রহমান, মেহেরপুর ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন সহ অন্যান্যরা। বেতাগা ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও অর্জন এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন এর মাধ্যমে তুলে ধরেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় দশ জেলার বিভিন্ন কর্মকর্তা, ৯জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও দশ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ফকিরহাট উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দ বেতাগা প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *