ফেইসবুক ও ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতেই পরিচয় অর্ণবের। বিশ্বভারতীতে আয়োজিত ‘রবি অ্যান্ড র্যাবি’ শীর্ষক এ অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব; জানিয়েছিলেন শুভকামনা। সেই পরিচয় থেকেই দিনে দিনে একে অপরের সুরসঙ্গী হয়ে উঠেছেন বলে গুঞ্জন চলছে সংগীতাঙ্গনে।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফ থেকে যোগাযোগ করা হলে এ গুঞ্জনকে অস্বীকার করেননি অর্ণব। তবে বিষয়টি নিয়ে খোলাখুলি কথাও বলতে চাননি এ সংগীতশিল্পী। সুনিধির বক্তব্যও জানা যায়নি।
একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে একে অপরের সঙ্গে রসায়ন নিয়ে আলোচনা করেন তারা। লুকোছাপা না করে ইনস্টাগ্রামে যুগল ছবি পোস্ট করে গুঞ্জনে ঘি ঢেলেছেন অর্ণব। আবির মাখা হোলির সেই ছবিতে রঙ ছড়িয়েছেন অর্ণব-সুনিধি। কমেন্টে তাদেরকে শুভকামনা জানান ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা।
ফেইসবুক ও ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
সংগীত নিয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কনসার্টে চষে বেড়াচ্ছেন তারা। কয়েক মাস আগেও অর্ণবের সঙ্গে ঢাকায় এসেছিলেন সুনিধি। রাজধানীর কেআইবি মিলনায়তনে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন তারা। এ জুটিকে দারুণভাবে গ্রহণ করেছেন দর্শকরা।সম্প্রতি তারা যৌথভাবে রবীন্দ্রসংগীত নিয়ে নতুন একটি প্রকল্পে হাত দিয়েছেন। শিগগিরই গানগুলো মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন অর্ণব।
সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম