প্রধানমন্ত্রী বরাবর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্মারকলিপি পেশ
নুসরাত, তনু, চাঁদনীসহ দেশব্যাপী নারী-শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যাকাণ্ডের প্রতিবাদে ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী খুলনার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শেষে গতকাল সকাল ১১:৩০টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা শাখার সভাপতি সনজিত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক নিক্কন দাস, ছাত্রনেতা শামীম হোসেন, পুলক মণ্ডল, বিপ্লব মণ্ডল, জোহরা খাতুন, অলকেশ রায় প্রমুখ।