January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জেলা কৃষকলীগের আনন্দ মিছিল ও সভা

খবর বিজ্ঞপ্তি
ধান-চাল ক্রয় কমিটিতে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে নগরীর ডাকবাংলা মোড় হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পরে খুলনা প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান শেষে আলোচনার সভার মধ্যে দিয়ে শেষ হয়।
জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম-সাদারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও মোঃ হাতেম শেখ, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, উপ-দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, দীনবন্ধু বর্ধন, আনছার আলী বিশ্বাস, আব্দুর রহমান, খাঁন মোশারেফ হোসেন (কুটি), খান আবু সাঈদ, মোঃ জিয়াউদ্দিন, মিথুন চৌধুরী ডাবলু, মোঃ আজিজুল মোল্যা, বখতিয়ার উদ্দিন জমাদ্দার, মাহমুদুল হাসান শামীম, জয়দেব সরকার, শেখ মাহবুবুল ইসলাম পলাশ, শ্যামলাল নাথ, চৌধুরী আফজাল হোসেন, এসএম জাহিদ হোসেন, শেখ মোঃ আসাদুজ্জামান, সাখাওয়াৎ হোসেন, আঃ কাদের গাজী, জুলফিকার আলী, নূর ইসলাম, তৈয়ব আলী, এস্কেন সরদার, মোঃ শাহাজান, জহির রায়হান, জামাল ব্যাপারী, আঃ মান্নান খাঁন, মিন্টু দাস, প্রভাষ দাস, শুভ দাস, নেয়ামুল সরদার, মোঃ আকরাম হোসেন, ওমর বিন মারুফ, মাসুদ রানা, মোঃ বাবু, মোঃ আলমগীর, সুমন ঘোষ, সিজান সোয়েব, রাকিব শেখ, সজ্জিত রায়, আজনি, কালাম গাজী, বেল্লাল সরদার, হান্নান শেখ, সাইফুল বিশ্বাস, বাবু সরদার, আব্দুল্লাহ, মান্নান শেখ, শেখ তামিম, জনি শেখ, মোঃ সাইফুল্লাহ প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *