প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে খুবি স্বাধীনতা শিক্ষক পরিষদের অনুদান প্রদান
খবর বিজ্ঞপ্তি : করোনা ভাইরাসের বর্তমান মহামারী পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ০১ লাখ টাকার চেক খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে হস্থান্তর করছে খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। পরিষদের সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং সাধারন সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাশ আজ বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনের হাতে তাঁর কার্যালয়ে এ চেকটি হস্তান্তর করেন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অনুদান প্রদানের জন্য স্বাশিপকে ধন্যবাদ জানান।