প্রধানমন্ত্রীর ছবি বিকৃতিতে ৭ বছরের দণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। দণ্ডিত মনির হোসেন টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। ২০১৩ সালের এই মামলায় বুধবার রায় ঘোষণা করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আহমেদ বলেন, মনির হোসেন ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পাঠিয়েছিলেন। এই মামলায় ১৪ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায়ে মনিরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।