May 20, 2024
জাতীয়লেটেস্ট

প্রধানমন্ত্রীকে ফোন, পোশাকের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশের সঙ্গে হওয়া পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রফতানিমুখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েকদফায় আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে কার্যত লকডাউনেই রয়েছে গোটা দেশ। জরুরি ও নিত্যপণ্য ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে কলকারখানাও।

এমন স্থবিরতায় একের পর এক পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল করেছে বিভিন্ন দেশ। বিজিএমইএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, বছরের গুরুত্বপূর্ণ উৎপাদন মৌসুম চলাকালীন মাঝপথে ২৫ হাজার কোটি টাকার বেশি ক্রয় আদেশ বাতিল করেছেন ক্রেতারা। এতে একটি বড় ধরনের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।

যদিও ইতিমধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে স্বল্প ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় পোশাক কারখানা খুলে দিচ্ছে সরকার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *