প্রতি জেলায় আইসিইউ, নিয়োগ হবে ৮ হাজার ডাক্তার-নার্স
সারা দেশের প্রতিটি জেলায় আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবিলার কার্যক্রম সমন্বয়ে সোমবার (২৭ এপ্রিল) সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রত্যেক জেলার ভালো একটা হাসপাতালে আমরা আইসিইউ স্থাপন করবো। পর্যায়ক্রমে সব জেলায় এটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আইসিইউ পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে।
করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় সরকার শিগগিরই ২ হাজার চিকিৎসক এবং ৬ হাজার নার্স নিয়োগ দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন ডাক্তার ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা সেবা দেবে।
ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।