December 21, 2024
আন্তর্জাতিক

প্রতিরক্ষা ক্ষেত্রে ৩০০ কোটি ডলারের চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

আনন্দবাজার পত্রিকা

হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট যেমন ভারতের অভ্যর্থনায় আবেগাপ্লুত, তেমনই মোদীও তাঁকে ভারত সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভারতীয়রা যে ভাবে তাঁকে স্বাগত ও অভ্যর্থনা জানিয়েছেন, তাতে তিনি যে অভিভুত, তা ধরা পড়েছে মার্কিন প্রেসিডেন্টের কথায়। তিনি বলেন, ‘‘গত দু’দিন, বিশেষ করে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে যে ভাবে আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন, সেটা আমার কাছে বিরাট সম্মানের।’’ তবে একই সঙ্গে মোদীকে হালকা চালে বলেন, ‘‘ওখানে হয়তো আমার চেয়ে আপনার জন্যই বেশি লোক ছিল। সোয়া লক্ষ মানুষ স্টেডিয়ামের ভিতরে ছিলেন। যতবারই আমি আপনার নাম করেছি, তাঁরা উল্লাসে ফেটে পড়েছেন। দেশের মানুষ আপনাকে খুব ভালবাসে।

পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী বলেন, ‘‘‘আপনাকে এবং আপনার সঙ্গে আসা মার্কিন প্রতিনিধিদের আমি স্বাগত জানাই।’’ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে। সরাসরি ভোটের কথা উল্লেখ না করেও মোদী বলেন, ‘‘আমি জানি আপনি এখন খুব ব্যস্ত। তবু আপনি সময় বের করে ভারত সফরে এসেছেন। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।’’

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য :

• এর আগে ভারত-মার্কিন সম্পর্ক কখনও এত ভাল ছিল না

• আমরা এমন কিছু কাজ করেছি, যা দু’দেশের উন্নয়নে সহায়ক হবে

• সুন্দর ভবিষ্যতের জন্য দুই দেশ যৌথ ভাবে কাজ করবে

• নারী শক্তি বৃদ্ধিতে দুই দেশ যৌথ ভাবে কাজ করছে

• ভারতীয় উপমহাদেশের শান্তি ও স্থিতাবস্থা নিয়ে আলোচনা হয়েছে

• সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে

• ইসলামিক সন্ত্রাস রুখতে মোদী এবং আমি একসঙ্গে কাজ করি এবং করব

• প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও ভাল করতে প্রতিরক্ষা চুক্তি হচ্ছে

• আমার মনে হয়, মোদীও সেটা স্বীকার করবেন

• আমি মনে করি দু’দেশের কাছেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ

•  তাজমহল ও গাঁধী আশ্রম আমাকে অভিভুত করেছে

• ভারতের আতিথেয়তায় আমি এবং মেলানিয়া মুগ্ধ

মোদীর বক্তব্য: 

• ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক উন্নত করতে দু’দেশের মধ্যে আলোচনা চলছে

• একুশ শতকে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ

• প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি নিয়ে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে

গতকাল সোমবার সপরিবার দু’দিনের ভারত সফরে এসেছেন ট্রাম্প। গত কাল গুজরাতের সবরমতী আশ্রম পরিদর্শনের পর ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। তার পর আগ্রায় তাজমহল ঘুরে দেখেন তাঁরা। আজ দিল্লিতে হায়দরাবাদ হাউসে বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে। এর পর রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *